ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে মুজিবনগর দিবস পালন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, এপ্রিল ১৮, ২০১৫
আমিরাতে মুজিবনগর দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) আবুধাবির একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে আমিরাত বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেন্দ্রীয় পরিষদ।

 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারকে প্রথম সমর্থনকারী কূটনৈতিক কে. এম শেহাবুদদিনের প্রয়াণে উপস্থিত সবাই দুই মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুর হোসেনের পরিচালনা ও আহ্বায়ক এরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বেলায়েত হোসেন হিরো, মাইনুদ্দিন সন্দ্বীপি ও সাংবাদিক মামুর উল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিক সালেহ, আলমগীর নিলয়, মিজানুর রহমান, মোহাম্মেদ আলি, সাইফ খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ