ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক অধিবেশন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মে ২, ২০১৫
আমিরাতে বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক অধিবেশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: বহুল প্রতিক্ষীত সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক অধিবেশন হয়েছে।

বৃহস্পতিবার (৩০এপ্রিল) বার্ষিক সাধারণ অধিবেশন ও নির্বাচন উপলক্ষ্যে রাজধানী আবুধাবি মদিনা যায়েদ লুলু হাইফার মার্কেটের ওপর বল রুমে এ অনুষ্ঠান হয়।



বিদায়ী সভাপতি প্রকৌশলী রফিক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমিরাতের সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের কর্মকর্তা এ হোসাইন আমিনী।

বিগত বছরের হিসাব ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার।

মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও আব্দুল সালাম তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির নীতিনির্ধারকেরা জানান, আগামীতে সবার সহযোগিতা নিয়ে প্রবাসীদের জন্য কাজ করে যাবেন।

সর্বশেষে নতুন কমিটিকে ফুল দিয়ে স্বাগত জানায় বিভিন্ন সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩52 ঘণ্টা, মে ০২, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ