ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১৫
আমিরাতে হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে দুবাই আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২১ মে) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ব্লুস্কাই হোটেলের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজি সফিকুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল হোসেন মইনের পরিচালনায় অনুষ্ঠানে ছিলেন সংযুক্ত আরব আমিরাত বঙ্গমাতা পরিষদের সভাপতি আলী হাসান ভূঁইয়া, আল আইন আওয়ামী লীগের সভাপতি লুকমান হোসেন আনু, আল আইন আওয়ামী লীগের উপদেষ্টা হাবিবুর রহমান ফজলু, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর খোকন, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী তরুণ লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাসুক আহমেদ রুমেল, আল আইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সাগর ও আল আইন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান লেবু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-সারোয়ার মুহুরী, মামুন আহমেদ, তাহের আহমেদ, রুবেল আহমেদ, আলমগীর আকাশ, ইকবাল হোসেন, রুমান খন্দকার, রিপন খান, শাহজাহান, চুনু মিয়া, ফারুক তালুকদার, রফিক আহমেদ, জুনেদ আহমেদ, তাজুল ইসলাম ও রাজু আহমেদ।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ