ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে রাঙ্গুনিয়া সমিতির মতবিনিময় সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আমিরাতে রাঙ্গুনিয়া সমিতির মতবিনিময় সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে বসবাসরত চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার প্রবাসীদের নিয়ে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) আবুধাবীতে প্রবাসী ইফতিখার হোসেন বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আবুধাবীর বিভিন্ন প্রান্তের প্রবাসীরা উপস্থিত ছিলেন।



সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে ইফিতিখার হোসেন বাবুলকে আহ্বায়ক ও আলমগীরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যা আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি হিসেবে কাজ করবে।

আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সমিতির গঠনতন্ত্র ঠিক করে নতুন সদস্য সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সভার শেষ পর্যায়ে বাংলাদেশ ও বাঙালি জাতির সুখ-শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ