ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আরব-আমিরাত

রমজান উপলক্ষে আমিরাতে ৭৩৪ কারাবন্দির মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, জুন ১৮, ২০১৫
রমজান উপলক্ষে আমিরাতে ৭৩৪ কারাবন্দির মুক্তি

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৭৩৪ জন কারাবন্দিকে মুক্তি দিতে যাচ্ছে দেশটির সরকার।

দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বুধবার (১৭ জুন) কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছেন।



বৃহস্পতিবার (১৮ জুন) কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম আল হুমায়দান বলেন, দুবাই পুলিশের সহযোগিতায় ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের নির্দেশ বাস্তবায়নের জন্য তাৎক্ষণিকভাবে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কারাবন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে এবং পরিবারের সুখ ফিরিয়ে দিতে ভাইস প্রেসিডেন্ট এ সুযোগ দিচ্ছেন বলে জানান তিনি।

দেশটির ভাইস প্রেসিডেন্টের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল হুমায়দান মুক্তি পেতে যাওয়া কারাবন্দিদের ধর্মীয় এবং
নৈতিক মূল্যবোধ নিয়ে বাকি জীবন অতিবাহিতের জন্য আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ