ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে কমিউনিটি নেতা এম এ আবদুল্লাহ আর নেই

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
আমিরাতে কমিউনিটি নেতা এম এ আবদুল্লাহ আর নেই এম এ আবদুল্লাহ

দুবাই: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা, আমিরাত আওয়ামী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক ও আমিরাত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এম এ আবদুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুবাইয়ের নিজ বাসভবনে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে আমিরাত প্রবাসী বাঙালিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।  

সংযুক্ত আরব আমিরাত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি হাফেজ মোহাম্মদ আবদুল হক বাংলানিউজকে জানান, এম এ আবদুল্লাহ আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদকে সুসংগঠিত এবং মানুষের মৌলিক অধিকারকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে আমিরাত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ একজন দক্ষ, কর্মনিষ্ঠ সংগঠককে হারালো।

হাফেজ মোহাম্মদ আবদুল হক মরহুম এম এ আবদুল্লাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৫০ সালে সিলেট মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন এম এ আবদুল্লাহ।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫ 
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ