ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র পর্যালোচনা সভা

আরব-আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আমিরাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র পর্যালোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব-আমিরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১১ ডিসেম্বর) আরব-আমিরাতের শারজাহ আল বাইতি হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি ছিলেন- দুবাই কনস্যুলেটের লেবার কাউন্সিলর এ এস এম জাকির হোসাইন। সভাটি সঞ্চালনা করেন- এম এ তাহের ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন- শৈবাল বড়ুয়া। বইয়ের ভূমিকা ও উল্লেখযোগ্য অংশ পাঠ করেন প্রকৌশলী রাসেল আহমেদ ও হামিদ আলী।

আয়োজক কমিটির আহ্বায়ক আহম্মেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে গ্রন্থ পর্যালোচনা করে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন- আবুধাবী শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাবিবুল হক খন্দকার, অধ্যাপক এম এ ছবুর, প্রকৌশলী আহমেদ ইখতেয়ার আলম পাভেল।

আরও বক্তব্য রাখেন- প্রবাসী কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, আব্দুল আলীম, প্রকৌশলী জিল্লুর রহমান, সেলিম উদ্দিন চৌধুরী, আবু মুসা প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন- নূরুল ইসলাম, আমির হোসেন, নূরুল আবছারের নেতৃত্বে শারজাহ বঙ্গবন্ধু পরিষদের নেতারা, শামসুদ্দিন আহমেদের নেতৃত্বে আজমান বঙ্গবন্ধু পরিষদের নেতারা, আরশাদ হোসেন হীরু ও মোহাম্মদ ওসমানের নেতৃত্বে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতির নেতারা, হাজী শফিকুল ইসলামের নেতৃত্বে দুবাই আওয়ামী লীগের নেতারা, মোহাম্মদ আওয়ালের নেতৃত্বে শারজাহ আওয়ামী লীগের নেতারা, হাজী ইদ্রিছ আহমেদ ও মোহাম্মদ মঞ্জুর আলমের নেতৃত্বে কালবা বঙ্গবন্ধু পরিষদের নেতারা, মোহাম্মদ এনাম চৌধুরী ও রঞ্জিত বড়ুয়ার নেতৃত্বে দুবাই বঙ্গবন্ধু পরিষদের নেতারা, রাস-আল-খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নেতারা, বেলায়েত হোসেন, মফিজুর রহমান, নুর হোসেনের নেতৃত্বে বঙ্গমাতা পরিষদের নেতারা ও মোহাম্মদ মাজহার উল্লার নেতৃত্বে প্রবাসী মিরসরাই সমিতির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ