আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দূতাবাসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) আমিরাতের রাজধানী আবুধাবী বাংলাদেশ দূতাবাসের উদ্দ্যেগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাতে বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।
আইটি কর্মকর্তা মোল্লা ওসমান গনির পরিচালনায় মতবিনিময় সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
বাণী পড়ে শোনান- শহিদুজ্জামান ফারুকী, লেবার কাউন্সিলার আরমান উল্লাহ চৌধুরী, দুতাবাসের প্রথম সচিব জসিম উদ্দীন, ড. মুকসেদ আলী।
সেই সময় দূতাবাসে আগত প্রবাসীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বিএস