ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে সিলিন্ডার বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, মার্চ ১৭, ২০১৬
আমিরাতে সিলিন্ডার বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাত আবুধাবীর শিল্পনগরী মোসাফফাহ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ সেলিম ( ৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে।



আহতদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন ভারতীয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মোসাফফা ন্যাশনাল মেরিন কোম্পানিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে মোহাম্মদ সেলিম মারা যান।

নিহত সেলিম চট্টগ্রাম হাটহাজারী মাদার্শার আনু মিয়ার ছেলে। তার মরদেহ স্থানীয় শেখ খলিফা মেডিকেলে রাখা হয়েছে। আহতরা ওই মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ওএইচ/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ