ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাত আবুধাবীতে হৃদরোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম চৌধুরী (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে তিনি মারা যান।



আবুধাবীর মোচ্ছাফ্ফাহে নিজের আল বাজ অটো ইলেকট্রিক সপে দুপুরের খাবার খেয়ে ঘুমানো অবস্থায় নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যু হয়। তার মরদেহ আবুধাবীর শেখ খলীফা হাসপাতাল মর্গে রয়েছে।

চট্টগ্রাম হাটহাজারী নজু মিয়া হাটের ড. মোহাম্মদ ইউনুস বাড়ির মরহুম আমির আহমদের ছেলে নুরুল ইসলাম চৌধুরী।

জানা যায়, নুরুল ইসলাম চৌধুরী ঘুম থেকে না ওঠায় দোকানের অন্য কর্মচারীরা তাকে সন্ধ্যা ৬টার দিকে ডাক দেন। কোনো সাড়া না পেয়ে তার গায়ে হাতে দিয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।

তার প‍াশের দোকান মালিক মোহাম্মদ ফারুক (হাটহাজারীর মদুনাঘাট অধিবাসী) জানান, সদা হাস্যময় নুরুল ইসলাম ২ সন্তানের জনক। তিনি ২০ বছর ধরে আমিরাতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ