ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আরব-আমিরাত

আবুধাবিতে নাছের স্পোর্ট ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, এপ্রিল ২৪, ২০১৬
আবুধাবিতে নাছের স্পোর্ট ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের অংশ গ্রহণে নাছের স্পোর্ট ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) আবুধাবির মোসাফফায় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

নাছের স্পোর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী, আমিরাত বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, নাছের স্পোর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন, ব্রিগেডিয়ার আতিক ইব্রাহিম আল-দাহেরি, ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাম কাদের ইফতি।

এদিকে ফাইনাল খেলায় বি গ্রুপ থেকে আলাউদ্দিন ও সায়িদ এবং এ গ্রুপ থেকে জাবেদ ও লিটন চ্যাম্পিয়ন হন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬

আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ