দুবাই: সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার (০৪ মে) পবিত্র শবে (লাইলাতুল) মেরাজ উদযাপিত হবে।
মঙ্গলবার (০৩ মে) সূর্যাস্তের পর থেকে বুধবার ভোর পর্যন্ত পবিত্র শবে (লাইলাতুল) মেরাজের রাত হিসেবে গণ্য হবে।
কিন্তু পবিত্র শবে (লাইলাতুল) মেরাজ বুধবার হলেও মানব সম্পদ ফেডারেল কর্তৃপক্ষ সব সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য বৃহস্পতিবার (০৫ মে) ছুটির দিন ঘোষণা করেছে আমিরাত সরকার।
মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।
মুসলামানরা প্রতি বছর আরবী মাস রজবের ২৭ তারিখে পবিত্র শবে (লাইলাতুল) মেরাজ উদযাপন করে থাকে। এই রাতে হযরত মোহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন।
মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, মে ০২, ২০১৬
জিসিপি/পিসি