ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ফটিকছড়ি সমিতির ইফতার মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, জুন ১৮, ২০১৬
আমিরাতে ফটিকছড়ি সমিতির ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম ফটিকছড়ি ধর্মপুর প্রবাসী সমিতির উদ্যোগে সমিতির সদস্য মরহুম বেলাল উদ্দিনের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানী আবুধাবি স্যান্ড মেরিন হোটেলের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক এস এম আবু তাহের। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ থেকে আসা চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার শাইখুল হাদিস ও পরিচালক আল্লামা মুফতি আজিজুল হক আল-আমাদানী, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা এমদাদ উল্লাহ, বাবুনগর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আকবর শাহ, আজাদী বাজার মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিব উল্লাহ, আমিরাত বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদার।  

আরও উপস্থিত ছিলেন- মাওলানা আবুল হাশেম, মাওলানা এমরান উদ্দিন, হাফেজ আবুল হাশেম, মাওলানা নুরুল আমীন, ফিরুজ আহমেদ সিদ্দিকী, নুরুল আলম, আবু তৈয়ব, সাইফুল মালেক, বেলায়ত হোসেন হিরু, শহিদুল ইসলাম, রেজাউল করিম মিন্টু, জহিরুল আলম ভুট্টু, জাফর উল্লাহ, জাহেদ, মাসলেম উদ্দিনসহ আরো অনেকে।

পরে দেশ, জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।  

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
এএনজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ