দুবাই: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সংযুক্ত আরব আমিরাতে বুধবার (০৬ জুলাই) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদ-উল ফিতর।
এদিন সকাল ৬টায় দুবাই ঈদগাহ ময়দানে ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
মুসল্লিরা ফজরের নামাজ পড়েই ঈদগাহের দিকে ছুটে আসেন। সূর্য ওঠার আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সেখানে বেশিরভাগ মুসল্লিই বাংলাদেশি, পাকিস্থানি ও ভারতীয়।
ঈদের নামাজের পর বাংলাদেশি মুসলমান কমিউনিটি যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসাহ-উদ্দীপনার এ প্রাণোচ্ছ্বল দিনটিকে নানা বৈচিত্রের মধ্য দিয়ে উদযাপন করে যাচ্ছেন।
আমিরাতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে।
নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
জেডএস