দুবাই: প্রবাসীদের ঈদ আছে, কিন্তু আনন্দহীন। বেদনাসিক্ত জীবন বললেই চলে।
ঈদের নামাজ পড়ে উপস্থিত পরিচিত কিছু মানুষের সঙ্গে কোলাকুলি করে বাসায় গিয়ে প্রিয়জনের সঙ্গে কিছু কথা বলে সারাদিন নিদ্রায় চলে যায় প্রবাসীদের ঈদ।
এখানে ঈদ মানেই নামাজ। আনন্দ নেই। সেমাই, চিনি, হালুয়া, রুটি কিছু প্রবাসীদের কপালে থাকলেও বেশিরভাগেরই ভাগ্যে জোটেনা। তখনি মনে পড়ে দেশের কথা, প্রিয়জন ও পরিবারের কথা। একথা মনে হলেই বুক ফাঁটা কান্না আর হতাশার সাগরে ডুবে থাকা।
পরিবার-পরিজন ছেড়ে ঈদ যদিও কষ্টের তারপরও প্রত্যেক বছরই প্রবাসীদের হাসিমুখে ঈদ উদযাপন করতে হয়!
সারা বছরের জমিয়ে রাখা কান্নার বাধভাঙা স্রোত যেন ঈদের দিন আর কোনো বাধা মানতে চায় না। আত্মীয়-স্বজনরা অনেকেই জানতে চায়, তোদের ঈদ কেমন কাটে?
এখানে ঈদ একেক জনের কাছে একেক রকম। অল্প কিছু মানুষের কাছে এখানে ঈদ আনন্দের হলেও অধিকাংশ প্রবাসীর কাছে ঈদ মানেই কান্না।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
জেডএস