দুবাই: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের আল-আবির শাখা যুবলীগ।
মঙ্গলবার (১৬ আগস্ট) স্থানীয় বি অ্যান্ড বি রেস্টুরেন্ট হল রুমে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আল-আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ ও যুবলীগের সাধারণ সম্পাদক ইমামুল হক বাঁধনের যৌথ পরিচালনায় ধর্ম সম্পাদক আব্দুল করিমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
আল-আবির যুবলীগের সভাপতি জাহেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত সফররত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুছ গনি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আল মামুন সরকার, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, আমিরাত যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুহাম্মদ ইসমাইল গনি চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলি, আল-আবির আওয়ামী লীগের সভাপতি মালেক আহম্মদ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সু প্রকাশ বড়ুয়া সুকু, উম্ম আল ক্বাইওয়াইন আওয়ামী লীগের সভাপতি সেলিম ব্যাপারী, রাস আল খাইমাহ যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার সবুজ চৌধুরী প্রমুখ।
আরও অতিথি ছিলেন আল-আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আল-আবির যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, আজমান কমিটির সভাপতি আবুল কালাম ভুঁইয়া, ফুজিরাহ যুবলীগের সভাপতি ফরিদুল আলম, শারজাহ যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এনাম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আনসারুল হক আনছার, দুবাই স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর খালেদ, আল-আবির যুবলীগের দপ্তর সম্পাদক মিজান চৌধুরী, দুবাই স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি হানিফ সিকদার, দুবাই যুবলীগের যুগ্ম-আহবায়ক হেজাজ উদ্দিন, আজমান যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুপন সরমা, দুবাই যুবলীগের সভাপতি দেলোয়ার, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মীর আহম্মেদ, আজমান যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ হোসেইন মানু।
সভায় বক্তব্য রাখেন ইয়াহিয়া শাকিল, সিরাজ উদ দুল্লাহ, হোসেন আমিন, সেলিম উদ্দিন চৌধুরী, হানিফ তালুকদার, শহিদুল করিম, এনামুল হক রুবেল, শাহজাহান পারভেজ, আহম্মদ রুবেল, রাহেল আহম্মদ, সালাউদ্দিন, আমজাদ হোসেন, সুবোদ চৌধুরী, মুহাম্মদ ইউছুফ, আবুল হোসেন, নাছির প্রমুখ।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন যুবলীগ উম্ম আল ক্বাইওয়াইনের সহ-সভাপতি উমর ফারুক।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এইচএ