দুবাই: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ৪শ ৮৮ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল এসাম ঈসা আল হুমাইদান এ তথ্য জানান।
তিনি আরো জানান, আমিরাত প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট, দুবাইয়ের শাসক এর বিশেষ ক্ষমতাবলে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।
পাবলিক প্রসিকিউটর দুবাই পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিগগিরই তাদের পরিবারের যোগদানের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।
এর আগে, গত বুধবার (০৭ সেপ্টেম্বর) আমিরাত প্রেসিডেন্ট, শারজাহ শাসক ও আজমান শাসক ঈদ উপলক্ষে পৃথক পৃথক ভাবে মোট ৬শ ৮২ জন বন্দি কয়েদিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এসএনএস