দুবাই: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে (১২ সেপ্টেম্বর) সোমবার ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। আর ঈদকে সামনে রেখে আমিরাতে জমে উঠেছে কোরবানির গরু-ছাগলের হাট।
দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, রাস-আল-খাইমা, ফুজিরাহসহ বিভিন্ন বিভাগীয় শহরের পশুর হাটগুলোতে আরবদের পাশাপাশি কোরবানির পশু কেনায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরাও।
পাকিস্তান, ইরান, সিরিয়া, সোমালিয়া, অস্ট্রেলিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের গরু থেকে শুরু করে উট, ছাগল, ভেড়া ও দুম্বা পাওয়া যাচ্ছে এসব পশুর হাটে।
বিক্রেতারা বেশিরভাগ পাকিস্তানি হলেও ক্রেতারা অধিকাংশ বাংলাদেশি। বিক্রির আগে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
টিআই