আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাজধানী আবুধাবির সেন্ট মেরিন রেস্টুরেন্ট হলরুমে আবুধাবি আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে যারা হত্যা করেছে তারাই ০৩ নভেম্বর জাতীয় ৪ নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনি আর জাতীয় ৪ নেতার খুনি একই সূত্রে গাঁথা।
আবুধাবি আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শহিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার।
আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ, নুরে আলম মানিক, আমিন মিয়া, বশির ভুইয়া, সরোয়ার আলম, তোফায়েল আহমদ সেলিম, এ রহমান, ইউনুচ চৌধুরী ইমু, ইকবাল হোসেন, মনছুর আলম, মনিরুল ইসলাম টিপু, আনিছুল ইসলাম, নাজিম উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় আমিরাতের বিভিন্ন প্রাদেশিক কমিটির আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির সুখ-শান্তি কামনায় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমজেএফ/