দুবাই কেয়ারের ‘ওয়াক ফর এডুকেশন’ বা শিক্ষার জন্য হাঁটুন’ ২০১৭ এ অংশ নিলো বাংলাদেশ
ঢাকা: শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) দুবাই কেয়ারের ‘ওয়াক ফর এডুকেশন’ বা শিক্ষার জন্য হাঁটুন’ ২০১৭ এ অংশ নিলো বাংলাদেশ উন্নয়নশীল দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহার্য্যার্থে দুবাই কেয়ার প্রতি বছরই এর আয়োজন করে থাকে। এবারের আয়োজন ছিলো ৮ম বারের মত। দুবাই ক্রিস পার্কে সকাল নয়টা মূল কার্যক্রম শুরু হয়।
দুবাইয়ের বিভিন্ন সংগঠন, কোম্পানি, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবী মিলে মোট ১৪ হাজার ৫০০ মানুষের উপস্থিতি ছিলো আয়োজনে। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য ফি ছিলো ৩০ দিরহাম।
প্রাপ্ত অর্থ বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৪৫টি উন্নয়নশীল দেশের ১৬ মিলিয়ন সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে ব্যয় হচ্ছে।
ওয়াক ফর এডুকেশনে বাংলাদেশ ৩য় বারের মত অংশগ্রহণ করলো। সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “ টিম বাংলাদেশের” নেতৃত্বে এতে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশ নেন।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।