ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

রাষ্ট্রদূত আবু জাফরের সঙ্গে বঙ্গবন্ধু পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
রাষ্ট্রদূত আবু জাফরের সঙ্গে বঙ্গবন্ধু পরিষদ নেতাদের সাক্ষাৎ রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সঙ্গে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি’র নেতাদের সৌজন্য সাক্ষাৎ।

চট্টগ্রাম: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সঙ্গে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি’র নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় ও আগামীর সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা হয়।

সাম্প্রতিক করোনাকালীন পরিস্থিতি এবং ইউএইতে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের বিমান বাংলাদেশ এর ফ্লাইট জটিলতার প্রসঙ্গও আলোচনায় উঠে আসে।

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুগ্ম সম্পাদক শেখ কামরুল হক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ