জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা শুরু হচ্ছে ৬ অক্টোবর। এটি বিশ্বের বৃহত্তম বইমেলা।
প্রতি বছর এ মেলায় শতাধিক দেশ থেকে প্রকাশক, বই বিক্রেতা, এজেন্ট, পাঠক ও লেখকসহ হাজার হাজার কৌতূহলী মানুষ অংশ নেন। বেশ কয়েক বছর ধরেই ফ্রাঙ্কফুর্ট বইমেলায় একটি নির্দিষ্ট দেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর রেওয়াজ রয়েছে। একেক বছর একেকটি দেশকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সে দেশের সাহিত্য ও সংস্কৃতিকে আলাদাভাবে গুরুত্বের সাথে এ বইমেলায় তুলে ধরা হয়। এবার অতিথি দেশ হিসেবে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নিচ্ছে হোর্হে লুই বোর্হেসের দেশ আর্জেন্টিনা। মেলা উপলক্ষে প্রায় ৩৫০০টি সভা-সেমিনার অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে অংশ নেবেন পৃথিবী বিখ্যাত লেখক ও প্রকাশকরা।
বাংলাদেশ থেকেও প্রতি বছর কোনো না কোনো প্রকাশনা অংশ নেয় এ মেলায়। এর মধ্যে অংকুর প্রকাশনীর প্রকাশক মেসবাহউদ্দীন আহমেদ বেশ কয়েক বছর ধরেই নিয়মিত অংশ নিচ্ছেন এ মেলায়। গত বছর গিয়েছিলেন শ্রাবণ প্রকাশনীর রবিন আহসানসহ বেশ কজন প্রকাশক।
মেসবাহউদ্দীন আহমেদ বলেন, ‘বাংলাদেশ থেকে আমিই মূলত প্রতি বছর যাই ফ্রাঙ্কফুর্ট বইমেলায়। এবার অবশ্য আমি যাচ্ছি না, আমার পক্ষ থেকে অংকুর প্রকাশনীর প্রতিনিধি হামিদুল খান সার্বক্ষণিকভাবে মেলায় থাকবেন। আমি মূলত এ মেলায় যাই কিছু বই অনুবাদের জন্য কপিরাইট কেনার উদ্দেশ্য নিয়ে। ’
মেলা শেষ হবে ১০ অক্টোবর।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৪৫, অক্টোবর ০৩, ২০১০