ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’র ২০তম সংখ্যা প্রকাশিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’র ২০তম সংখ্যা প্রকাশিত

ঢাকা: লেখক ও গবেষক ফয়সাল আহমেদ সম্পাদিত বইবিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘এবং বই’এর ২০তম সংখ্যা প্রকাশিত হয়েছে।  এতে রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার ও সাহিত্য সংবাদ।

চলতি সংখ্যার প্রচ্ছদ করেছেন রহিম রানা। ১১২ পৃষ্ঠার পত্রিকাটির মূল্য ১০০ টাকা।

এ সংখ্যার সাক্ষাৎকারপর্বে যুক্ত হয়েছেন খ্যাতিমান লেখক, গবেষক আলতাফ পারভেজ। এবং বই এর সঙ্গে বিস্তারিত আলাপে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন, সাংবাদিকতা, সাহিত্যচর্চাসহ সমকালীন নানা প্রসঙ্গ।

চলতি সংখ্যার লেখক তালিকায় রয়েছেন, কথাশিল্পী আহমদ বশীর, সৈয়দ কামরুল হাসান, কবি ও চিত্রশিল্পী শিশির মল্লিক, লেখক ও গবেষক আমীন আল রশীদ, গল্পকার ও সমালোচক ইলিয়াস বাবর, গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, লেখক ও সাংবাদিক মারুফ ইসলাম, গল্পকার রাজু বিশ্বাস ও আমিনুল ইসলাম সেলিম।

পত্রিকাটির সম্পাদক ফয়সাল আহমেদ জানান, চলতি বিশতম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে এবং বই-এর যাত্রার ছয় বছর পূর্ণ হলো। সময়ের বিবেচনায় এই ছয় বছর দীর্ঘ সময় না হলেও এবং বই-এর জন্য এই সময়টুকু বেশ দীর্ঘই বলা চলে। চলার পথে এই সময়ে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। চ্যালেঞ্জও ছিল উল্লেখ করার মতো। তবুও ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং বই। আর তা সম্ভব হয়েছে প্রিয় পাঠক, শুভার্থীদের ভালোবাসার কল্যাণে। বরাবরের মতোই এই সংখ্যাতেও রয়েছে- প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার ও সাহিত্য সংবাদ। তবে, এসবে রয়েছে ভিন্নতা। পত্রিকা পাঠেই প্রিয় পাঠক তা অনুধাবন করতে পারবেন।

এবং বই পাওয়া যাচ্ছে, বাতিঘর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী শাখা, কাটাঁবন কনকর্ড এর জাগতিক প্রকাশন, বরিশাল সদর রোডের বুক ভিলা লাইব্রেরি, প্রথমা ডটকম অনলাইন, বাতিঘর অনলাইন এবং ভারতের কলকাতার সৃজন প্রকাশনীতে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫,২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।