ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শব্দঘর’র জন্মদিনে সাহিত্য-আড্ডা ও সেরা বই সম্মাননা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
শব্দঘর’র জন্মদিনে সাহিত্য-আড্ডা ও সেরা বই সম্মাননা

সাহিত্য-সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘শব্দঘর’-এর দশম জন্মদিনে সাহিত্য-আড্ডা ও শব্দঘর-নির্বাচিত সেরা বই পুরস্কার ২০২২ এর আয়োজন করা হয়েছে।

আগামী ২৪ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে কথাসাহিত্যিক-শিশুসাহিত্যিক সুব্রত বড়ুয়া ও আখতার হুসেনের নামে। শব্দঘর’র সম্পাদক মোহিত কামাল এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন, মুহম্মদ নূরুল হুদা, রামেন্দু মজুমদার, রফিকুন নবী, আনোয়ারা সৈয়দ হক, কামাল চৌধুরী, ইমদাদুল হক মিলন, বিশ্বজিৎ ঘোষ ও আনিসুল হক। অনুষ্ঠানে শব্দঘর’র লেখক ও শুভানুধ্যায়ীরাও উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।