ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাহিত্যের নোবেল পুরস্কার ঘোষণা ৭ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
সাহিত্যের নোবেল পুরস্কার ঘোষণা ৭ অক্টোবর

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্যপুরস্কার নোবেল ঘোষণা করা হচ্ছে ৭ অক্টোবর। এ বছর সাহিত্যে সম্ভাব্য নোবেল বিজয়ীর তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন সুইডিস কবি-লেখক টমাস ট্রান্সট্রোমার।

এ সুইডিস লেখকের নাম অনেক বছর ধরেই নোবেল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় দেখা গেছে।


এ ছাড়াও সম্ভাব্য তালিকায় রয়েছেন পোল্যান্ডের আদাম জাগাজেভস্কি, দক্ষিণ কোরিয়ার কো উন এবং সিরিয়ার কবি আদোনিস।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৯০১ সালে প্রবর্তণ করেন এ পুরস্কার।   বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে
মোট ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো : পদার্থ বিজ্ঞান, রসয়ান, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি।

নোবেল পুরস্কার হিসাবে বিজয়ীকে দেওয়া হবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ১০ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার।



সূত্র : রয়টার্স

বাংলাদেশ স্থানীয় সময় : ১৯৫৪, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।