ঢাকা: কিংবদন্তি শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছর দেশ-বিদেশে এই শিল্পীকে নিয়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হবে।
কমিটিতে উপদেষ্টা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, আহবায়ক শিল্পী মনিরুল ইসলাম এবং সদস্যসচিব আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন।
দেশের প্রথিতযশা শিল্পী, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিল্প সমালোচক, আলোকচিত্রী, স্থপতি, চলচ্চিত্রকার, শিক্ষক, গবেষক, কবি, সাহিত্যিক, কিউরেটর, ছাত্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পসংগঠকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় চারশ জনের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
শিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের এই কমিটি দুই বছরব্যাপী নানা আয়োজনের কর্মসূচি যথাসময়ে ঘোষণা করবে।
একুশে পদক (১৯৮২) ও স্বাধীনতা পদক (১৯৯৩) প্রাপ্ত বাংলাদেশের প্রথম প্রজন্মের কিংবদন্তি শিল্পী এসএম সুলতানের জীবন, দর্শন ও শিল্প বাংলাদেশের অনন্য সম্পদ। আগামী দুই বছর এ শিল্পীকে নিয়ে প্রদর্শনী, স্মারক বক্তৃতা, স্মৃতিসভা, প্রকাশনা, সেমিনার, কর্মশালা, শিশুদের চিত্রাঙ্কনসহ নানা আয়োজন থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
নিউজ ডেস্ক