ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

আয় আরিফ ফিরে আয় মৃত্যুপুরীতে

উম্মে রায়হানা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
আয় আরিফ ফিরে আয় মৃত্যুপুরীতে

আয় তুই
স্বপ্নে আমার
আয় আমার আত্মায়
যেই স্থান জুড়ে ছিলি তুই
বুকশেলফে
ছিলো তোর বই,
তোর দেওয়া বইগুলো।



আলোর ওপার থেকে
পার হয়ে অপার আঁধার
অতল অন্ধকার—
আয় আরিফ স্বপ্নে আমার
যেমনটা রকস্টার
প্রবর রিপন
বোবা কান্নায়
গান গায়
শোকসভাতে তোর!
যতটাই তুই আমার
ততটাই ওর!



আয় আরিফ
তুই তো সবার!
সবার স্বপ্নে আয়
নিয়ম করে—
যেমনটা বেঁচে থেকে
ধরেছিলি আলো
পথ চিনে চিনে—
এগিয়েছি দুনিয়ার পথে—
মাঝে মাঝে জুড়িয়েছি
পোড়া মনটারে!
ভাইয়ের মতন তোর
ছায়ার ছোঁয়ায়!



নীলনক্ষত্ররে রেখে কই গিয়ে
তারা হয়ে গেলি!
ঠিক করেছিস!
সরে সরে যাচ্ছে সকল
গ্যালাক্সি এবং সময়
নতুন নক্ষত্রের
প্রয়োজন
মাটির তলায়—
শালপ্রাংশু শরীরটা তোর
বলেছিলো মুনিরা
‘ওর এত বড় শরীরটা,
ওইখানে ধরবে?’
লুটায়ে পড়ে
অন্য এক বন্ধুর
বুকের ওপরে।




বন্ধুরা ছুঁয়ে দেখি
কবরের মাটি—
আয় আরিফ
স্বপ্নে আমার
স্বপ্নে সবার!

আয় আরিফ ফিরে আয় মৃত্যুপুরীতে
ঢাকা নগরীতে

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।