ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

বার্লিনেই নির্বাসিত কবি দাউদ হায়দারের দাফন

সাগর আনোয়ার, জার্মানি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, মে ৩, ২০২৫
বার্লিনেই নির্বাসিত কবি দাউদ হায়দারের দাফন

স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (০২ মে) জার্মানির রাজধানী বার্লিনে তার দাফন সম্পন্ন হয়।

ইউরোপের বিভিন্ন দেশ থেকে কবির সুহৃদ, স্বজন ও বন্ধুরা কবির জানাজায় অংশ নেন।

জার্মানিতে প্রয়াত কবির অভিভাবক মাইন চৌধুরী জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বার্লিনের টাইলেসস্ট্রাসেতে কবির মরদেহ রাখা হয় শ্রদ্ধা জানানোর জন্য।

এ সময় জার্মানির বিভিন্ন শহর ও ইউরোপ থেকে আসা কবির সুহৃদরা কবির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুর ২টা ৩০ মিনিটে মিখায়েল হারমেনস্ট্রাসের কবরস্থানে কবির জানাজা ও দাফন সম্পন্ন হয়।

মাইন চৌধুরী আরও জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বার্লিনের এসমার্কখস্ট্রাসের কুর্ট টুখোলস্কাই লাইব্রেরিতে প্রয়াত কবির সুহৃদদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে।  

১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমানের সরকার বাংলাদেশ থেকে জোরপূর্বক কবি দাউদ হায়দারকে ভারতে নির্বাসনে পাঠায়। এরপর ১২ বছর কবি কলকাতায় প্রখ্যাত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের বাড়িতে ছিলেন। এসময় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন।  

১৯৮৬ সালে নোবেল বিজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাস কবি দাউদ হায়দারকে জার্মানিতে নিয়ে আসেন। গত ২৬ এপ্রিল (বাংলাদেশ সময় ২৭ এপ্রিল ভোরে) জার্মানির রাজধানী বার্লিনে কবি দাউদ হায়দার মারা যান।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।