ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের জয়নুল গ্যালারিতে চলছে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের একক চিত্র প্রদর্শনী।
চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা এই শিল্পীর এটিই প্রথম একক চিত্র প্রদর্শনী হলেও এর আগে তিনি সাতটি দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
প্রদর্শনীতে রয়েছে মোট ৪২টি শিল্পকর্ম। এগুলোর প্রত্যেকটিতেই রয়েছে এদেশের লোকজ উপাদান। গাঢ় রঙ ব্যবহারে তিনি ফুটিয়ে তুলেছেন লোকজধারা। তার অধিকাংশ শিল্পকর্মে রয়েছে নারীর মুখচিত্র। তাদের মনের ভাব উঠে এসেছে মুখোভঙ্গিতে।
জাহাঙ্গীর তার শিল্পকর্মে দেশের পাখি, ফুল ও ভূ-দৃশ্য এঁকেছেন যা কোনো কোনো দর্শককে দেশ-গ্রামের কথা মনে করিয়ে দেয়। তার ছবিগুলি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র সোহাগ রায় বলেন, ‘কাঠের ওপর খোদাই করে আঁকা নারীর মুখ এবং জোড়া পাখির চিত্রকর্মটি দেখে গ্রামের কথাই মনে করিয়ে দেয় আমাকে। ’
১ নভেম্বর উদ্বোধন হওয়া এ প্রদর্শনীটি চলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ৭ নভেম্বর।
বাংলাদেশ স্থানীয় সময় : ১৯৩৪, নভেম্বর ৪, ২০১০