তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রযোজনায় ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ নাটকটির বিশেষ মঞ্চায়ন হতে যাচ্ছে। ২২ সেপ্টেম্বর সোমবার রাজধানীর সেগুনবাগিচায়, জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে।
আমেরিকান নাট্যকার লুইজি ব্রায়ান্টের ‘দ্য গেম’ অবলম্বনে নির্মিত এ নাটকে এক তরুণ কবি ও তরুণী নৃত্যশিল্পী আত্মহত্যার জন্য একই জায়গায় আসে। সেখানে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে দুই অতিলৌকিক চরিত্র জীবন ও মৃত্যু।
জীবন চায় তাদের বাঁচাতে আর মৃত্যু চায় চায় ছিনিয়ে নিতে। অবশেষে নানা ঘটনার মধ্যদিয়ে জয়ী হয় জীবন। আর তরুণ-তরুণী পরম্পরের মাঝে পায় কাঙ্ক্ষিত মানুষের সন্ধান। তারা ভালোবাসে একে অপরকে, এবং বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়।
নাটকটির নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় রুবাইয়াৎ আহমেদের। সহযোগী নির্দেশনায় অনিক ইসলাম, সহকারী নির্দেশক হাসনাত মিথুন, সঙ্গীত পরিকল্পনায় চন্দন চৌধুরী, পোশাক পরিকল্পনা ও কোরিওগ্রাফিতে চিন্ময়ী গুপ্তা, আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ।
অভিনয় করবেন চন্দন বোস, সঙ্গীত মিত্র, লুনা মাসুদ, জগদিশ, চিন্ময়ী গুপ্তা, এহসান পনির, শহীদ ও রুবিনা।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪