রাজশাহী: দেশি-বিদেশি চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে রাজশাহীতে বরেন্দ্র আর্ট গ্যালারির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন প্রধান অতিথি হিসেবে গ্যালারির উদ্বোধন করেন।
মোট ৬০ জন চিত্রশিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীতে ভারতের ২৫ জন ও বাংলাদেশের ৩৫ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন। আর এ প্রদর্শনী চলবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম এ আর্ট গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাবির চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মতিন তালুকদার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান, বিশিষ্ট কবি এ এম এম আরিফুল হক, রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র আর্ট গ্যালারির সংগঠক আশরাফুল আলম রিশি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, শিক্ষা ও প্রাচীন সভ্যতার প্রাণকেন্দ্র রাজশাহী মহানগরী। এরআগে ঢাকার বাইরে কোথাও আর্ট গ্যালারি ছিলনা।
বরেন্দ্র আর্ট গ্যালারির মাধ্যমে ঢাকার বাইরে রাজশাহীতে প্রথম আর্ট গ্যালারির প্রতিষ্ঠা হলো।
শিল্পচর্চার মাধ্যমে ব্যক্তির মননশীলতার বিকাশ ঘটে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীতে শিল্পচর্চার ক্ষেত্রে এ আর্ট গ্যালারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪