ফিশপ্লেট
মনের গহীনে ছুটছে আন্তঃনগর
এই অসময়ে চোখের জলে মারাত্মক
লাফ দিচ্ছে যুক্তাক্ষর
শিশির ভেজা রেলরাস্তায় শীতের সত্যতা
বিলি করে অন্ধকার, ঘাসের ডগায় হিংসা
খুলে নিয়ে গেছে মনের ফিশপ্লেট
সংযোগহীন, যাত্রীবাহী কক্ষটি কাত
করে দিয়ে গেছে
অবুঝ গণতন্ত্র
জলগান
জানালা দিয়ে ঢুকে পড়া মশার বিমানবন্দরে
দেখেছি অবতরণ।
বাতাসে কাটছি সাঁতার— বুকের মোহনায়।
পোকারা সব মেঝের গড়াগড়ি বুঝে গেছে।
কতশত জটলা ঠেলে বেরিয়ে পড়ছে নিরপরাধ
জোসনা বাতাস।
ঘর-ভর্তি অবসাদ ঢেকেছে জলগানের ভালোবাসা—
স্নানের গৌরব।
দুর্লভ
মানুষ উৎসবে যায়
আমিও রঙমাখা জিনসের দিকে
তাকাই গভীরে
অবজ্ঞায় বেড়ে ওঠা স্বর্ণলতা
কিছুদিন উষ্ণতায় প্রাণ দেয়
কিছুদিন দুর্লভ জটপাকানো
নির্বাসন
ডানায় ডানায় প্রণয়ের চিঠি লিখেছেন
ছেলে আর মেয়ে।
ভাষা নেই রাতের মগজে
ভোরের সকাশে ফিরে আসো
হাসি মুখে
নীরব থেকেছো
আলিঙ্গনে কোনো কথা নেই
প্রিয়তমা, রক্তে মিশে যাও।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪