এরা বন্দী হলে বরং ভালো।
আর আমাদের নিষিদ্ধের প্রতি টান, গন্দমের মতোই—
ঝাঁপিয়ে পড়ি আকাশের দিকে।
আমরা জানি আকাশ আর ঘর দুটোই আমাদের,
আমরা ঘরে ফিরি আকাশে যাই, ঘরে ফিরি আকাশে যাই,
আকাশে ফিরি ঘরে যাই, ঘরে ফিরি আকাশে যাই—
বুড়োরা জানলো না আমরা বন্দী হতে ভালোবাসি স্বাধীনতা পেলে
শুধু শুধু ছাইরঙা বানিয়ে দিলো আমাদের রুপালী যৌবন
ছোঁড়াটা আকাশের পরীটাকে ভালোবাসলেও ঘরে কুনোব্যাঙ খুঁজতে থাকে আর
ছুঁড়ীটা মেঘে উড়ে উড়ে ভিজে গেলেও ঘরে গা মুছতে আসে না।
ছোঁড়াটা মেঘে উড়ে উড়ে ভিজে গেলেও ঘরে গা মুছতে আসে না।
ছুঁড়ীটা চাঁদটাকে ভালোবাসলেও ঘরে কুনোব্যাঙ খুঁজতে থাকে
রুপালী যৌবন ক্ষয়ে ক্ষয়ে তাদের ওপর ভর করে বাদামিরঙা ম্যাচিউরিটি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪