বিষণ্নতায় ইচ্ছে জাগে
কেউ আমাকে স্পর্শ করুক
গভীর কোনো স্পর্শ তো নয়
আলতো করে আঙুল ধরা
কিংবা আমার নগ্ন গ্রীবায় বায়বীয় শ্বাসের ছোঁয়া
এইটুকুতেই বর্তে যাবো।
বিষণ্নতায় ইচ্ছে জাগে
মিথ্যে হলেও কেউ বলে যাক
আমার জন্মে তার পৃথিবী দাঁড়িয়ে আছে স্থবির হয়ে
শুধুই একটি আঙুল ছুঁয়ে কাটিয়ে যাক একটি প্রহর
হোক না অলীক অভিসারে
এইটুকুতেই বর্তে যাবো।
বিষণ্নতায় ইচ্ছে জাগে
সত্যি মিথ্যে শিকেয় তুলে কেউ হয়ে যাক প্রিয়ংবদা
কেউ আমাকে স্পর্শ করুক নাকের ডগায়, চুলের ভাঁজে
মিথ্যে হলেও কেউ বলে দিক
আমার পাশে বসবে বলে এক বিকেলে ব্যস্ততা সব চুলোয় ঢালে।
গভীর কোনো স্পর্শ তো নয়
শুধু একটু হাতের ছোঁয়া
আসমুদ্র দৃষ্টি দেয়া
সত্যি মিথ্যে শিকেয় তুলে এই সময়ে কেউ হয়ে যাক প্রিয়ংবদা।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪