ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সরলার ইতিকথা | কাজী মেহেদী হাসান

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
সরলার ইতিকথা | কাজী মেহেদী হাসান পেইন্টিং: আদিত্য পণ্ডিত

তুমি কইছিলা এই পরাণ আমার একলা না
আন্ধার রাইতের জোনাক পোকা হুনছে
হইলদা পাখিও কইছে, আমি বিশ্বাস যাই
ম্যালা রাইতে কুপি জ্বালাইয়া থুই, তোমার আসনের কতা, আইলানা তুমি!
বাজান কয় ‘ও পোলা ঠগবাজ’; হজ্ঞলেই কয়, তুমি আইবানা
খালি পরাণ কয়, আমি একলা না!
 
হেইদিন চান্নি পসর, আসমানে আগুন লাগছে
ঘাটপাড়ে তোমারে দেহি, বুকের মইধ্যে ষাড়ের লাহান গুঁতা দেয়
চক্ষে আমার এত শরম!
দুইখান পিতলের নূপুর, কইছিলা ‘পাও বাইন্ধা দিলাম’
আমি তো কবেই বুক বাইন্ধা আছি, উড়নের খায়েশ আমার নাই
কইলজার টান, বুঝলা নাগর!
 
জুলহাসের বাপে আইছিল, পুরান প্যাঁচাল
হের ঘরে জুয়ান পোলা, বিয়াত্তি মাইয়া চায়, মায়ে নাতি দেইখা কব্বরে যাইবো
মা মরা মাইয়া আমি, বাজান জোরাজুরি করে—
হুরমতি কানপড়া দেয়, গঞ্জে দোহান আছে, ভালাই থাকবি!
ক্যামনে কই—অন্তরে পাকা দালান আমিও তুলছি
ঐহানে পালংক নাই, আঁচল বিছায়া শীতলপাটি বুইনা রাখছি
নানা জনে নানান কতা কয়—রাইত পোয়াইলে এই পিরিত থাকবো না
খালি পরাণ মানে না, আমি যে একলা না!
 
রাইত বিরাইতে এহন পাগলা বাতাস আইসে
দপ কইরা বাত্তি নিভে, চক্ষের পাতা এক হয় না
না পাইয়া ফিরা যাও যদি—
ঘাটপাড়, হিজলতলা আমারে চুম্বকের লাহান টানে
উজান থাইকা কত্ত নাও আইসে, পানির লগে আচানক পিরিত
আমারে হিংসা করোছ তোরা!
 
পুরান মেলা আবার বইছে, এইবার কিন্তুক আলতা দিবা
পিন্ধনের শাড়ি নাই, গতরে তোমারে জড়াইতাম—
বেবাক্তে মুখ ভেংচায়—মাগীর শরম হইলো না!
রাইতে আসমান জ্বলে, খালি পরাণ জ্বলে না
নাগর আইসো তুমি, জানাই দিও—পাগলী আমার একলা না!



বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।