রাজশাহী: বাংলা কবিতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবার কবি সিরাজুদ্দৌলাহ বাহার ও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ড. অনুপম হাসানকে কবিকুঞ্জ পদক ২০১৪ প্রদান করা হবে।
কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার বুধবার বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, আগামী ২৪ ও ২৫ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী কবিকুঞ্জ আয়োজিত জীবনানন্দ কবিতামেলায় এ পদক প্রদান করা হবে।
আগামী ২৫ অক্টোবর কবিতামেলার সমাপণী অনুষ্ঠানে পদকপ্রাপ্ত দুই গুণিজনকে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।
কবি সিরাজুদ্দৌলাহ বাহার ১৯৬৪ সালের ২৬ এপ্রিল গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বাউশী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ৫টি, যৌথগ্রন্থ ২টি এবং সম্পাদনা গ্রন্থ ১টি।
ড. অনুপম হাসান ১৯৭২ সালের ৭ আগস্ট বৃহত্তর কুষ্টিয়া জেলার চুয়াডাঙ্গা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত গবেষণা-প্রবন্ধগ্রন্থ ৫টি এবং সম্পাদনা গ্রন্থ ৩টি।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪