ঢাকা: গান আর কবিতার মাধ্যমে কবি জীবনানন্দ দাশের ৬০তম মৃত্যুবার্ষিকীকে স্মরণ করলো উদীচী।
বুধবার সন্ধ্যা ৭টায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর সংসদের আয়োজনে শুরু হয় ‘জীবনানন্দ দাশ স্মরণ অনুষ্ঠান’।
সংসদের সহ-সভাপতি বিমল মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী, প্রগতি লেখক সংঘ, জাপান-এর সম্পাদক নাওমি ওয়াতানাবে, উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি অধ্যাপক এ এন রাশেদা, সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক রহমান মুফিজ।
সভায় বক্তারা জীবনানন্দ দাশ এর জীবনের নানা উল্লেখযোগ্য দিক এবং সাহিত্য কর্ম নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
আলোচনা অনুষ্ঠানের পরে গান আর কবিতার মাধ্যমে কবিকে স্মরণ করা হয়।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪