মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে বাংলানিউজে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে নোবেলজয়ী ফরাসি ঔপন্যাসিক পাত্রিক মোদিয়ানোর মিসিং পারসন-এর বঙ্গানুবাদ ‘নিখোঁজ মানুষ’।
বাংলা ভাষায় প্রথমবারের মতো অনূদিত পাত্রিক মোদিয়ানোর কোনো পূর্ণাঙ্গ উপন্যাস এটি।
অনুবাদ করছেন সত্তর দশকের প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও অনুবাদক মাসুদুজ্জামান। পেশাগতজীবনে মাসুদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক।
ইতঃপূর্বে তিনি মার্কেস, কাফকা, হিমেনেথ, লোরকার কবিতা, গল্প এবং বিপুল সংখ্যক চিঠিপত্র অনুবাদ করেছেন, যা বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
তাঁর অনূদিত উল্লেখযোগ্য গ্রন্থ : ‘টমাস ট্রান্সট্রোমারের কবিতা আত্মস্মৃতি ও সাক্ষাৎকার’, ‘কাফকার প্রেম’। এছাড়া দুটি কাব্যগ্রন্থসহ তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থের সংখ্যা ১৫।
** নিখোঁজ মানুষ | পাত্রিক মোদিয়ানো (১) || অনুবাদ: মাসুদুজ্জামান
** নিখোঁজ মানুষ | পাত্রিক মোদিয়ানো (২) || অনুবাদ: মাসুদুজ্জামান
** নিখোঁজ মানুষ | পাত্রিক মোদিয়ানো (৩) || অনুবাদ: মাসুদুজ্জামান
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪