রাজশাহী: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেছেন, ‘দুই বাংলা; এপার বাংলা, ওপার বাংলা বলে আসলে কিছু নেই। বাংলা একটিই।
রাজশাহীতে বাংলাসাহিত্যের কবিদের সম্মিলনে শুক্রবার জীবনানন্দ কবিতা মেলা-২০১৪ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। মেলায় বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষার কবিরা অংশগ্রহণ করেন। মেলাটির আয়োজন করেছে কবিদের সংগঠন কবিকুঞ্জ।
বাংলা কবিতার চরম দুর্দশা যাচ্ছে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি কবি সৈয়দ শামসুল হক বলেন, কবিতার এ অবস্থা উত্তোরণে কবিদেরকেই এগিয়ে আসতে হবে।
ভারতে বাংলাদেশের কবিদের বই বিপণন নিয়ে কবি সৈয়দ শামসুল হক বলেন, ভারতে বাংলাদেশের বই বিপণনের সমস্যা বাণিজ্যিক নয়, সমস্যা মানসিক।
এর আগে বেলুন উড়িয়ে, ঢোল বাজিয়ে রাজশাহী শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অধ্যাপক সনৎ কুমার সাহা, ভাষা সৈনিক আবুল হোসেন, ভারতীয় কবি ও গবেষক সুজিত সরকার, মৃণাল বসু চৌধুরী, কথা সাহিত্যিক শচীন দাশ।
পরে ঢোল ও শাঁখ বাজিয়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা মেলা প্রাঙ্গণ হতে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
আলোচনা পর্ব অনুষ্ঠানে হাসান আজিজুল হক উপস্থিত সবাইকে জীবনানন্দ দাশের ‘বাংলার মুখ’ কবিতাটি আবৃত্তি করে শোনান।
‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ স্লোগানে কবিকুঞ্জ জীবনানন্দ কবিতা মেলার আয়োজন করেছে। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক।
দুদিনব্যাপী এ মেলার শেষ হবে আগামীকাল শনিবার। গণসঙ্গীত, কবিকণ্ঠে কবিতা পাঠ, কাব্যকথন, বইয়ের মোড়ক উন্মোচন ও কবিকুঞ্জ পদক প্রদান অনুষ্ঠান দিয়ে মেলাটি সাজানো হয়েছে।
এবারে বাংলা কবিতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কবি সিরাজুদ্দৌলাহ বাহার ও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ড. অনুপম হাসানকে কবিকুঞ্জ পদক ২০১৪ প্রদান করা হবে।
শনিবার কবিতামেলার সমাপণী অনুষ্ঠানে পদকপ্রাপ্ত দুই গুণীজনকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হবে। এর মধ্যে দিয়ে শেষ হবে দু’দিনের কবিতা মেলা।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪