শনিবার সন্ধ্যা ৬টায় ধানমণ্ডির ছায়ানট মিলনায়তনে স্থপতি, লেখক ও পর্যটক শাকুর মজিদের ১৬তম ভ্রমণগ্রন্থ ‘অন্নপূর্ণায়’-এর প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হবে।
২০১৩ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশীয় স্থপতিদের (আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল অব এশিয়া—আর্কেশিয়া) সম্মেলনে বাংলাদেশী স্থপতিদের সঙ্গে নেপালের বেশ কয়েকটি অঞ্চলে ৮ দিন অতিবাহিত করেন লেখক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠা ছাড়াও বিশিষ্ট কবি ও স্থপতি, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (আইএবি) রবিউল হুসাইন—আইএবি, আর্কেশিয়া, সিএএ’র সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, আইএবি’র সভাপতি ড. আবু সাঈদ এম আহমেদ উপস্থিত থাকবেন।
স্থপতি ও বাচিক শিল্পী কাজী এম আরিফের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেবেন প্রকাশক মোস্তফা সেলিম, ধন্যবাদ জ্ঞাপন করবেন আইএবি’র সহ-সভাপতি এবং ফ্রেন্ডস অব আর্কেশিয়ার সমন্বয়কারী স্থপতি গোলাম নাসির। অনুষ্ঠানের শুরুতে নেপাল ভ্রমণ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের নির্বাচিত অংশ দেখানো হবে।
১৬টি রঙিনসহ মোট ১২৮ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। বিনিময় মূল্য ২৬০ টাকা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪