‘দ্য ঢাকা প্রিন্ট ক্লাব শো’—শিরোনামে প্রথমবারের মতো যৌথ ছাপচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে দ্য ঢাকা প্রিন্ট ক্লাব। শনিবার বিকেল ৫টায় রাজধানীর গুলশান-১-এ বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শনী উদ্বোধন হবে।
২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর—টানা দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে। এতে বিশিষ্ট ছাপচিত্র শিল্পী রোকেয়া সুলতানাসহ উদিয়মান আরো আট শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে।
তারা হলেন, মাহাবুর রহমান, শাহ সায়েদ কে এম এস এ মোকাদ্দেসুর, শেখ ফারহান টুম্পা, পলাশ বরান বিশ্বাস, ঝোটন চন্দ্র রায়, ফারজানা হক, আব্দুল্লাহ আল বাশির ও রাশিদা আখতার।
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪