ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কানাডায় সৈয়দ ইকবালের ১৬তম একক চিত্র প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
কানাডায় সৈয়দ ইকবালের ১৬তম একক চিত্র প্রদর্শনী

সম্প্রতি কানাডার গ্রেটার টরন্টোর মিসিসাগায় প্রমেনেড গ্যালারিতে উদ্বোধন হয়েছে সৈয়দ ইকবালের ১৬তম একক প্রদর্শনী ‘ফ্রেস প্রেসপেক্টিভস’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলার্স ডক্টর অমিত চাকমা।



বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলার জিম টুভে ও টরন্টোর গ্যালারি অব সাউথ এশিয়ান আর্ট-এর সিইও আদিল আলী খান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রমেনেড গ্যালারি পরিচালক আসমা আরশাদ মাহমুদ।

এবারের প্রদর্শনীতে বড় ছোট মিলিয়ে মোট ২৮টি ছবি প্রদর্শিত হচ্ছে। সৈয়দ ইকবালের পরিচিত সিরিজ
‘টিয়ার্স অব নেচার’ এবং ‘মাইন্ডস্কেপ’ ছাড়াও নতুন দুটি সিরিজের কাজ রয়েছে প্রদর্শনীতে।

রঙ ও ফর্মে—‘গৌতমা’ সিরিজের ছোট বড় ৮টি ছবি বুদ্ধের বাণীকে চিত্রিত করেছে। এছাড়া ‘মাইন্ড দ্য গ্যাপ’ সিরিজের বড় ৪টি ছবিও নতুন।

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে।



বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।