পদ্ম ও বিবিধ বেলুন: ফুল
ফুলের দিকে তাকালে তোমার মুখ না তোমার মুখের দিকে তাকালে ফুল দেখি তা ঠিক বুঝতে পারি না; পদ্ম, তোমার বা গালের তিল দু’টোকে আমার কাছে কালো ভ্রমর বলে ভুল হয়; সাদা ফুলের ওপর কালো ভ্রমর দেখলে মনে হয় গালের তিল দুটো বুঝি উড়ে এসে বসলো;
আমার কী দোষ বলো, দোতলা ফ্ল্যাটের বারান্দার পাশে একটা নারকেল গাছ; সেই গাছে ছড়ি বেরিয়েছে; দুধের মতো শাদা রঙের ছড়ির দিকে আমি সারাদিন তাকিয়ে থাকি;
সেদিন একটা মৌমাছি সেই ছড়ি থেকে উড়ে এসে আমার গায়ে বসলো; আমার শরীরে তখন পূর্ণিমার জোয়ার, পদ্ম, ওই নারকেল ছড়ির দিকে তাকিয়ে থেকে আমি অন্ধ হতেও রাজি;
পদ্ম ও বিবিধ বেলুন: চিঠি
তোমার চিঠির অপেক্ষায় আছি। অসংখ্য বিস্মৃতি উসকে দেবে সেই চিঠি।
পদ্ম, যে ডাকপিয়ন তোমার চিঠি এনে দেবে আমি তার কাছে বাকি জীবন বন্ধক রাখবো। তোমার চিঠি পেলে চাঁদকে নির্বাসনে পাঠাবো। সেখানে টাঙিয়ে রাখবো চিঠিটা। ফুঁ দিয়ে নিভিয়ে দিবো সূর্যের আলো। তার গায়ে এঁকে দেবো তোমার মুখ। প্রতি পূর্ণিমায় আমি তোমার জন্য পাঠিয়ে দেবো হাওয়াই চুমু।
তোমার চিঠি না পেলে বাকি জীবন আমি অপেক্ষায় কাটিয়ে দেবো।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪