ঢাকা: ঢাকা আর্ট সেন্টারের সহযোগিতায় বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের প্রতি মাসের প্রামাণ্যচিত্র প্রদর্শনীর অংশ হিসেবে প্রদর্শিত হবে ফরাসি প্রামাণ্যচিত্র ‘দাগেরেওতিপ’।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টার মিলনায়তনে প্রদর্শিত হবে ‘দাগেরেওতিপ’।
৭৮ মিনিটের এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ফরাসি নিউওয়েভ সিনেমার দাদীমা নামে খ্যাত আগনেস ভার্দা।
প্রদর্শনী শেষে প্রামাণ্যচিত্রটির নানাদিক নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪