শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক মিনতি কুমার রায়ের ‘রবীন্দ্রনাথ: রূপে ও রসে’ গবেষণা গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুর সাহিত্য চক্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন।
পরে, প্রবীণ সাহিত্যিক ও কবি ডা. রহমতুল বারীর সভাপতিত্বে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বগুড়া সরকারি আযিযুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খৈয়াম কাদের, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, শেরপুর সাহিত্য চক্রের আহ্বায়ক অধ্যক্ষ এস এম বেলাল হোসেন, অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, মোস্তফা আহাদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন- তরুণ কবি সুলতান মাহমুদ রনি। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪