আমাকে কিনতে পারো অতি সামান্য দামে
সোনার মোহরে নয় হীরে মোড়ানো কোনো প্রমোদপালঙ্কে নয়
তোমাতে বিকোবো আমি সামান্য কথায়
রুমি নয়, রবি নয়, হাসানের পংক্তি নয়
নিছকই সাদামাটা কথা, হয়তোবা আটপৌঢ়ে
তেমনি শোনাতে পারো কিছু, যদি চাও ধার করে
পুরোনো চিঠি থেকে আমারই দু’একটি কথা
প্রিয় কোনো পদ্য থেকে ছত্র কয়েক
তাতেই পিছুপিছু চলে যাবো যেখানেই যেতে বলো
এইটুকু দাম দিয়ে দেখো শুধু
তোমাতে বিকোবো বলে এমনি চাতক হই এমনই আদেখলা মানুষ।
আমাকে কিনতে পারো নগন্য দামে
বুকের বোতাম খুলে যদি একবার ঘষে দাও নাকফুল
উপশম চাইনা কোনো
শুধু যদি একবার বলো
‘কেন মিছেমিছি রাত জেগে কষ্ট পাও!’
যদি কান পেতে একবার শুনে দেখো
কষ্টের কথাগুলো মিছে কি মিছে নয়
তাতেই বিকিয়ে যাবো রাতারাতি
আমাকে কিনবে তুমি এটুকু মামুলি দামে?
কতোটা গভীরে নামাবে তুমি ভালো জানো
আমিতো হাঁটুজল পেলে নাওয়া খাওয়া ছেড়ে
চলে যাবো পিছুপিছু যেখানেই নিয়ে যাবে
ভোরের শিশিরে যাবো তোমার উত্তাপে যাবো
আজন্ম তৃষ্ণাকাতর, জল পেলে নেমে যাবো
কতোদিন পাইনি ঠোঁটে কবোষ্ণ অধর।
বেশি কিছু চাওয়া নেই
শুধু বুকে ঘষা নাকফুল আলতো ওষ্ঠ ভেজানো এক মদির চুম্বন
প্রিয় কোনো পদ্য খুঁড়ে ছত্র কয়েক
শুধু এইটুকু দাম দিয়ে আমাকে কিনতে পারো
কষ্টের মাঝরাতে উড়াও যদি মায়াবী কথার ফানুস।
ঈশ্বর ফেরি করে, ঝুড়িতে পণ্য এক আদেখলা মানুষ।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪