ঢাকা: বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইন মেলার আয়োজন করেছে রকমারিডটকম।
বুধবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসব্যাপী এ মেলায় হুমায়ূন আহমেদের সব বইয়ে থাকছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।
দেশের যেকোনো জায়গা থেকে যেকোনো সংখ্যক বই ও পণ্যের জন্য ডেলিভারি চার্জ ধরা হয়েছে ৫০ টাকা।
টাকা পরিশোধে থাকছে বিকাশ, কার্ড পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারির সুযোগ।
বই, টি শার্ট বা নোটবুক কিনতে রকমারির ওয়েবসাইটে (www.rokomari.com) ভিজিট অথবা যেকোনো অপারেটর থেকে ১৬২৯৭ নম্বরে ডায়াল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪