ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ উৎসব শুক্রবার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ উৎসব শুক্রবার কবি হেলাল হাফিজ

ঢাকা: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৭ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কবি হেলাল হাফিজ।

বিশেষ অতিথি থাকবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মাহফুজুর রহমান মনজু।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করবেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ারদার ছেলুন।

এ উপলক্ষে সম্মাননা প্রদান, আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, পুরস্কার বিতরণ, সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগ্রহীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন পরিষদের সভাপতি বনওয়ারী লাল বাগলা এবং সাধারণ সম্পাদক রিচার্ড রহমান।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।