ঢাকা: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৭ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কবি হেলাল হাফিজ।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করবেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ারদার ছেলুন।
এ উপলক্ষে সম্মাননা প্রদান, আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, পুরস্কার বিতরণ, সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগ্রহীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন পরিষদের সভাপতি বনওয়ারী লাল বাগলা এবং সাধারণ সম্পাদক রিচার্ড রহমান।
বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪