ঢাকা: প্যুলিটজার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় লেখক ঝুম্পা লাহিড়ীর উপন্যাস ২০১৫ সালের ডিএসসি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
তিনি ছাড়াও আরো চার লেখকের উপন্যাস এই মনোনয়নে স্থান করে নিয়েছে।
বৃহস্পতিবার লন্ডন থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
ডিএসসি পুরস্কার দক্ষিণ এশিয়ায় সাহিত্যের সবচেয়ে সম্মানীয় পুরস্কার।
এই পাঁচজন লেখকের মধ্যে যে কোনো একজন লেখক তার লেখা উপন্যাসের জন্য ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার পাবেন।
দক্ষিণ এশিয়ার লেখকদের ইংরেজিতে লেখা অথবা ইংরেজিতে অনূদিত উপন্যাসের ওপর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
আফগানিস্তানের বহুল বিক্রিত বইয়ের লেখক খালেদ হোসেইনী তার সর্বশেষ উপন্যাস ‘অ্যান্ড দ্য মাউন্টেনস ইকোড’, ২০০০ সালে প্যুলিটজার পুরস্কার পাওয়ার ঝুম্পা লাহিড়ীর উপন্যাস ভারতীয় ভাইয়ের করুণ কাহিনী নির্ভর উপন্যাস ‘দ্য লোল্যান্ড’, গত বছর ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, এটিও এবার ডিএসসি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
এ ছাড়া এবার ডিএসসি পুরস্কারের তালিকায় পাকিস্তানের লেখক কামিলা শামসি এবং লন্ডনভিত্তিক রমেশ গানেস্কেরার নামও রয়েছে।
পাকিস্তানের আরেক লেখক বিলাল টানওয়ার ও ভারতের আরেক লেখক শামসুর রহমান ফারুকির ঊর্দ্দু ভাষা থেকে ইংরেজি থেকে অনূদিত বই ডিএসসি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
কে কি দারুওয়ালা বিচারকমণ্ডলীর সভাপতি উপন্যাস নির্বাচনের বিষয়ে বলেন, এটা চ্যালেঞ্জিং। ভাবনার উদ্রেক করে এবং পাঠককে উদ্বুদ্ধ করে এমন উপন্যাসই নির্বাচন করা হয়।
তিনি বলেন, কিছু সুন্দর মুহূর্ত আছে যা চমৎকারভাবে বর্ণনা করা যায়। প্রতিটি উপন্যাসেই সেই কাঠামোটি গভীরভাবে তুলে ধরা হয়েছে। চরিত্রগুলোকে চিত্রণ করা হয়েছে।
এ বছর পুরস্কারে মনোনীত হওয়ার জন্য জুড়ি বোর্ডে ৭৫টি উপন্যাস জমা পড়েছে। ২০১৫ সালের এই পুরস্কার প্রদানের মাধ্যমে এই পুরস্কার প্রদান ৫৫ বছরে পা দিচ্ছে।
জানুয়ারি (২০১৫) সালে ভারতের জয়পুরে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
মনোনীত উপন্যাসগুলো হলো-
- বিলাল তানভীরের - ‘দ্য স্কাটার হেয়ার ইজ টু গ্রেট’
- ঝুম্পা লাহিড়ীর - ‘দ্য লোল্যান্ড’
- কামিলা শামসির - ‘এ গড ইন এভরি স্টোন’
- রমেশ গানেস্কেরার - ‘নুনটাইড টোল’
- শামসুর রহমান ফারুকির- ‘দ্য মিরর অব বিউটি’
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪