হরতাল অবরোধ হয়েছে আজ
শুভঙ্করের ফাঁকি
মনে করিয়ে দিয়ে যায়
ক্ষমতার আর কতো বাকি
দেশ জ্বলছে মানুষ পুড়ছে
আমার কিবা এসে যায়
ক্ষমতা আমার চাই-ই-চাই
মূল্য যাই বা দিতে হয়
ক্ষমতা আমার ছিলো, থাকবে আমার
যে যাই বলুক চিরকাল
বিবেক বন্দি রাজার সন্ধি
মানি না আমি কোনোকাল
স্বৈরাচারের খোলশ থেকেই
হয়ে উঠেছি আমি বরণীয়
যাই বলি করি আর নাই বা করি
চিরকাল হয়ে রবো স্মরণীয়।
আমরা মানি না স্বাধীনতা
বিচারের নামে হয়েছে প্রহসন
রাস্তায় নেমেছি খুনিদের হয়ে
নীতি ভুলে সবই পারি হলে প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪।